বরিশাল মেডিকেলে চিকিৎসকদের অবস্থান ধর্মঘট


প্রকাশিত: ১০:০৪ এএম, ২৮ ডিসেম্বর ২০১৫

বিসিএস ক্যাডারদের ছয় দফা দাবি বাস্তবায়নে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেছে চিকিৎসকরা। ধর্মঘট চলাকালে মেডিকেলের সকল চিকিসা সেবা বন্ধ ছিল।

সোমবার বেলা ১২টার দিকে প্রকৃচি এর উদ্যোগে ঘন্টাব্যাপী এ অবস্থান ধর্মঘট পালিত হয়।

এ সময় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটির বিভাগীয় সভাপতি ডা. ইসতিয়াক হোসেন, ডা. অসিম কুমার সাহা, ডা. অসিত ভূষন দাস ও ইন্টার্নী চিকিসক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন প্রমুখ।

পেশাভিত্তিক প্রশাসন গড়ে তোলা এবং ইউএনও কর্তৃক বেতন উত্তোলনে স্বাক্ষর বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ এ অবস্থান ধর্মঘট পালিত হয়।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।