মৌলভীবাজারে ‘ওলো ফোর জি’
ফোর জি দ্রুতগতির ইন্টারনেটের আওতায় এলো মৌলভীবাজার জেলা। ফোর জি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওলো মৌলভিবাজারে এই ফোর জি এলটিই নেটওয়ার্ক সেবা শুরু করেছে।
বুধবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লিমিটেডের (বিআইইএল) ব্র্যান্ড নাম ওলো ওয়্যারলেস ইন্টারনেট মৌলভিবাজারকে এই ফোর জি নেটওয়ার্কের আওতায় আনার কার্যক্রম উদ্ভোধন করে।
ওলো থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জানায়, গত ১৭ ডিসেম্বর ময়মনসিংহে দেশের প্রথম শক্তিশালী এলটিই সিগন্যাল প্রদানকারী ওলো ওয়্যারলেস ইন্টারনেট তাদের ফোর জি নেটওয়ার্ক উদ্বোধন করে। ওলো ফোর জি এলটিই নেটওয়ার্ক এখন যশোর, গোপালগঞ্জ, সিলেট, ময়মনসিংহ ও মৌলভীবাজারে বিস্তৃত।
জানা গেছে, ৩জি এবং ৪জির মধ্যে মূল পার্থক্য হল গতির, ৪জি এনেছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আপনার ফোনে। আপনার মোবাইল যোগাযোগ ও বিনোদন ভবিষ্যত প্রমানীকরন করতে প্রয়োজন ৩জি তুলনায় দশ গুণ বেশি গতির ৪জি ইন্টারনেট।
উল্লেখ্য, মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বেশিরভাগ লোকজন এই নেটওয়ার্ক সেবা উপভোগ করতে পারবেন। ওলো বাংলাদেশে ৪জি এলটি নেটওয়ার্ক এর পথ প্রবর্তক, সব সময় ডিজিটাল বাংলাদেশ কর্মসূচিতে সহায়তা করা এবং প্রতিষ্ঠানটি অনগ্রসর শ্রেণির লোকজনকেও সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসতে নেটওয়ার্ক সম্প্রসারণ করে চলেছে।
এআরএস/এমএস