চাঁদপুরে ৭৯টির মধ্যে ৫৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
চাঁদপুরের ৫ পৌরসভায় ৭৯টির মধ্যে ৫৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে ওইসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ করা হবে বলে পুলিশ সুপার কার্যালয় জানিয়েছে।
জেলা নির্বাচন অফিস আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ছেংগারচর, মতলব, কচুয়া, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ পৌরসভায় মোট ৪৮টি ওয়ার্ড রয়েছে। ওইসব ওয়ার্ডে ভোটগ্রহণের জন্য ৭৯টি কেন্দ্রে ৪শ ৭১টি বুথ স্থাপন করা হবে। এর মধ্যে অস্থায়ী ভোট কেন্দ্র ৮টি এবং অস্থায়ী বুথ ৪৪টি।
চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ মো. মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, ৫টি পৌরসভার মোট ৭৯টি কেন্দ্রের বিপরীতে ৫৪টি গুরুত্বপূর্ণ ও ২৫টিকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে ছেংগারচর পৌরসভায় মেয়র পদে ভোটগ্রহণ হচ্ছে না। উচ্চ আদালতের এক আদেশে ছেংগারচরে মেয়র পদে নির্বাচন স্থগিত হয়ে যায়। অপরদিকে, ৪টি পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরিক্ষত কাউন্সিলর পদে নির্বাচন হতে যাচ্ছে। ভোটের মাঠে আ.লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন। তবে আ.লীগ ও বিএনপি প্রার্থীদের সঙ্গে লড়াই হবে বলে ভোটাররা জানিয়েছেন।
ইকরাম চৌধুরী/এসএস/এমএস