হোসিয়ারি শ্রমিক ইউনিয়ন নির্বাচনে আওয়ামী প্যানেল জয়ী


প্রকাশিত: ০৭:১২ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫

নারায়ণগঞ্জ হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের (রেজি. ১২৩৮) দ্বি-বার্ষিক নিবার্চনে সভাপতি ও সাধারণ সম্পাদক দুই পদে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী শ্রমিক লীগের মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন।

অপরদিকে বিএনপির শ্রমিক দলের মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদক দ্বিতীয় হয়েছেন। নির্বাচনে ওই দু’টি পদেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রোববার সকাল ৮টায় নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া এলাকায় আলী আহাম্মদ চুনকা সিটি পাঠাগারে (সিটি দোয়েল প্লাজা-৩) ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। পরে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের মনোনীত প্রার্থী হারিকেন প্রতীকে সভাপতি পদে স্বপন দাস ও দোয়াত কলম প্রতীকে সাধারণ সম্পাদক পদে আওলাদ হোসেন জয়লাভ করেন।

তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল মনোনীত হরিণ প্রতীকে সভাপতি প্রার্থী আব্দুল মতিন ভূঁইয়া ও গোলাপ ফুল প্রতীকে সাধারণ সম্পাদক পদে মো. আলাউদ্দিন বেপারী।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শামীম সিদ্দিকী এর সত্যতা নিশ্চিত করেছেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন তিন হাজার ৫৩৩ জন। যার মধ্যে নারী ভোটার ছিলেন ১৭২ জন। মোট দুই হাজার ৭০০ জন ভোট প্রদান করেন।

মো. শাহাদাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।