যশোরে নসিমনের ধাক্কায় সাংবাদিক নিহত


প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫

যশোর-বেনাপোল সড়কের নাভারন বরফ কলের সামনে সড়ক দুর্ঘটনায় প্রধান আরিফুল ইসলাম (৪২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ সময় রুহুল আমিন নামের আরো একজন আহত হয়েছেন। আরিফুল ইসলাম ‘দৈনিক বজ্রশক্তি’ নামের একটি পত্রিকার যশোর ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম শার্শা উপজেলার বেড়ী নারায়ণপুর গ্রামের আইয়ুব শেখের ছেলে। আহত রুহুল আমিন শার্শার মাটিপুকুর গ্রামের হাসেম আলীর ছেলে। তিনি এসিআই কোম্পানির বিক্রয় প্রতিনিধি।

পুলিশ জানায়, আরিফুল ইসলাম সন্ধ্যায় যশোর থেকে মোটরসাইকেল চালিয়ে নাভারনে বাড়ি ফিরছিলেন। পথে নাভারন বরফ কলের সামনে পৌঁছালে যশোরগামী একটি নসিমন তাকে ধাক্কা দেয়।

এতে তিনি ও নসিমনের এক আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন।

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট বুলবুল আহমেদ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আরিফুল ইসলামের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি থানায় জানানো হয়েছে।

মো. জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।