বেগমগঞ্জে মন্দিরে হামলাকারী গ্রেফতার: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৮ পিএম, ০৭ নভেম্বর ২০২১
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ থানার চৌমুহনীতে মন্দিরে হামলা ও লুণ্ঠনের ঘটনায় হামলাকারীকে গ্রেফতার করার কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মন্দিরের লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে বলেও দাবি র‍্যাবের। তবে প্রাথমিকভাবে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম-পরিচয় জানায়নি র‍্যাব।

রোববার (৭ নভেম্বর) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, নোয়াখালীর বেগমগঞ্জ থানার চৌমুহনীতে মন্দিরে হামলা ও লুণ্ঠনের ঘটনায় লুণ্ঠিত মালামালসহ হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল (সোমবার) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

টিটি/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।