ক্ষেত্র প্রস্তুত হলে পাকিস্তানের যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তদন্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৫ এএম, ২৭ ডিসেম্বর ২০১৫

যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্র প্রস্তুত হলে পাকিস্তানের ১৯৫ অপরাধীর বিষয়ে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান।

রোববার দুপুরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ধানমন্ডিস্থ প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

তিনি বলেন, আমরা প্রাথমিক তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। সরকারের নির্দেশনা পেলে পাকিস্তানের ১৯৫ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে।

আব্দুল হান্নান বলেন, বাংলাদেশ এবং পকিস্তান ভিন্ন রাষ্ট্র হওয়ায় এ বিষয়ে আমরা চাইলেও কিছু করত পারবো না। সরকারের নির্দেশনা পেলেই তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারবো। তাদের বিষয়ে প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং সরকারের নির্দেশনা পেলে ও ক্ষেত্র প্রস্তুত হলে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।

তিনি বলেন,পাকিস্তানের ১৯৫ যুদ্ধাপরাধীর বিভিন্ন মহল থেকে বিচারের যে দাবি উঠেছে তা ন্যায়সংগত। তাদের বিচার হওয়া জরুরি।

এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের জামায়াতের প্রাক্তন এমপি আব্দুল আজিজসহ ৬ জনের বিরুদ্ধে  চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এসময় তদন্ত কর্মকর্তা সানাউল হকও উপস্থিত ছিলেন।

এফএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।