মঙ্গলবার মধ্যরাত থেকে যানচলাচলে নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ২৭ ডিসেম্বর ২০১৫

দেশের ২৩৪টি পৌরসভায় নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় যানচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর মঙ্গলবার রাত ১২টা (দিবাগত মধ্যরাত) থেকে ৩০ ডিসেম্বর বুধবার রাত ১২টা পর্যন্ত যান চলাচলে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

২৩৪টি পৌরসভায় বেবি ট্যাক্সি, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলে এ নিষেধাজ্ঞা জারি থাকবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ সচিব কামরুল আহসান এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এছাড়া, নির্বাচনী এলাকায় আজ (২৭ ডিসেম্বর, রোববার) রাত ১২টা থেকে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত মটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, ইসি ও রিটার্নিং অফিসারের অনুমোদিত পরিচয়পত্রধারী ও নির্বাচন সংশ্লিষ্টদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর, জরুরি পণ্য সরবরাহ ও অন্যান্য প্রয়োজনে এ নিষেধাজ্ঞা শিথিল করতে হবে।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর বুধবার দেশের ২৩৪টি পৌরসভায় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
 
এইচএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।