শাহজালালে ৪ কেজি স্বর্ণসহ আটক ১


প্রকাশিত: ০৫:০১ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার কেজি স্বর্ণসহ মো. রাসেল নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার রাত পৌনে ১০টার দিকে মালয়েশিয়া থেকে আগত একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার এসএম সোহেল রহমান স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক রাসেলের বাড়ি কুমিল্লা জেলায়। সে মালয়েশিয়ার এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ নামে একটি ফ্লাইটে শাহজালালে অবতরণ করে।

রাসেলের কাছ থেকে এক কেজি ওজনের মোট চারটি বার উদ্ধার করা হয়। স্বর্ণগুলো মোবাইলের বডি কাভারে বিশেষভাবে লাগানো ছিল। জব্দকৃত স্বর্ণের দাম প্রায় দুই কোটি টাকা বলে জানান সোহেল রহমান।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।