সাতকানিয়ায় অবসরপ্রাপ্ত পুলিশের ওপর হামলার অভিযোগ
পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রামের সাতকানিয়ায় সৈয়দ আহমদ নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. করিম।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার কয়েকঘণ্টা পর অভিযুক্ত করিমকে থানার সামনে পেয়ে সৈয়দ আহমদের দুই ছেলে তাকে মারধর করেন।
পুলিশ জানায়, সংঘর্ষে জড়ানো দুই পরিবার নিকটাত্মীয়। তাদের মধ্যে পূর্ব থেকেই পাওনা টাকা ও জায়গা-জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে উভয়পক্ষের কয়েকটি মামলাও চলমান রয়েছে। আবার এসব মামলার মধ্যে কয়েকটি সাতকানিয়া ভূমি অফিসে প্রতিবেদনের জন্য অপেক্ষমাণ রয়েছে।
সৈয়দ আহমদের এক ছেলে বলেন, মঙ্গলবার সকালে আমার আব্বা পাওনা টাকার জন্য করিমের বাড়িতে যান। এ সময় তাকে করিম ও তার স্ত্রী মিলে মারধর করেন। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে আমরা আব্বাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এ ঘটনার পর দুপুরে আমরা থানায় অভিযোগ দায়ের করতে গেলে করিমকে থানার সামনে ঘোরাঘুরি করতে দেখি। এরপর আমরা তাকে ধরে পুলিশে সোপর্দ করি। বর্তমানে তিনি থানায় আটক রয়েছেন।
তবে করিমকে আটকের বিষয় অস্বীকার করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, এখনো কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার বিষয়ে জানতে করিমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
মিজানুর রহমান/ইএ/এমএস