সেন্ট্রাল হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৫

অদক্ষ অপারেটর দিয়ে এক্সরে মেশিন পরিচালনা আর অনুমোদনহীন ফার্মেসিতে বিদেশি ওষুধ বিক্রির দায়ে ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন।

র‌্যাব-২ এর উপ-পরিচালক (ডিডি) দিদারুল আলম জানান, হাসপাতালটিতে প্রশিক্ষণপ্রাপ্ত কোন এক্সরে অপারেটর ছিল না। নেই কোনো মেডিকেল টেকনোলজিস্ট। ড্রাগ এডমিনিস্ট্রেশনের লাইসেন্স ছাড়া ফার্মেসিতে বিদেশি ওষুধ মজুদ ও বিক্রির দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইয়াছির আরাফাত, স্বাস্থ্য অধিদফতরের পরিদর্শক ডা. সুপ্রিয় সরকার, সুপারডেন্ট অব ড্রাগ এটি এম গোলাম রব্বানী এবং বিএসটিআইয়ের ফিল্ড অফিসার শহিদুল ইসলাম।

এআর/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।