এই সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে: সেলিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০১ নভেম্বর ২০২১

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বর্তমান সরকার মুনাফেকের সরকার, প্রতারণার সরকার। এই সরকার ভোটের আগের রাতে ভোট মেরে নির্বাচন করে ক্ষমতায় এসেছে। তারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে।

সোমবার (১ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশ এ কথা বলেন তিনি। পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ এই শ্রমিক সমাবেশের আয়োজন করে।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি বলেন, বর্তমান সরকারের মন্ত্রীরা বলে সচিবরা নাকি তাদের কথা শোনে না। এমপিরা বলে তাদের কথা নাকি এসপি-ডিসিরা শোনে না। শুনবে কেন, এসপি বলে তোমাদের এমপি বানাইছি আমি। এভাবেই চলছে।

বন্ধ পাটকল ও তাদের অবস্থা তুলে ধরে সেলিম বলেন, পাটকল শ্রমিকদের ওপর অন্যায়-অবিচার জুলুম করা হয়েছে। আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে পাটকল জাতীয়করণ করেছিলাম। কিন্তু এসব পাটকল আজ বন্ধের পাঁয়তারা করা হচ্ছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা আসুন আমরা আপনাদের সঙ্গে বিতর্ক করতে রাজি আছি। পাটকল অলাভজনক এটি ভুল প্রমাণিত করবো। এটা যে লাভজনক খাত তা প্রমাণ করে দেবো আমরা।

সেলিম বলেন, পাটকলগুলো আমাদের কাছে দাও, শ্রমিকদের হাতে দাও। দেখো এই টাকা সুইজারল্যান্ড নয়, শ্রমিকদের মাধ্যমে গ্রামের গরিব মানুষদের হাতে চলে যাবে।

কতজন সচিব যুদ্ধ করেছিল সেই প্রশ্ন রেখে সেলিম বলেন, যুদ্ধ করেছিল শ্রমিক মেহনতি মানুষ। তারা যুদ্ধ করলো অথচ তারাই আজ অসহায়। আর এদিকে করোনার সময়ও ১১ হাজার কোটিপতি হয়েছেন। যারা কিছু নেই তার সম্পদ লুট করে করে এরা ধনী হচ্ছে।

তিনি বলেন, প্রয়োজনে আবার যুদ্ধ করবো। পাটকলসহ সবকিছু উদ্ধার করে নতুন ব্যবস্থায় যেতে হবে। এক লুটেরা থেকে অন্য লুটেরার কাছে ক্ষমতা দেওয়া যাবে না। আমরা পাটকল চালুই করবো। না হয় নতুন পাটকল নির্মাণ, আধুনিকায়নসহ সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবো।

সমাবেশে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য রুহিন হোসেন প্রিন্স, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লব পার্টির সভাপতি মোশরেফা মিশু, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এম ফয়েজসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

আরএসএম/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।