রাজধানীতে গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০১ নভেম্বর ২০২১
ফাইল ছবি

রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশের সড়কে গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী যুবক নাদিম হোসেনের (৩২) মৃত্যু হয়েছে। সোমবার (১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের খালাতো ভাই আব্দুল্লাহ আল ইফতি অভিযোগ করে বলেন, গত শনিবার (৩০ অক্টোবর) স্টেডিয়ামের পাশে রাস্তা পারাপারের সময় পুলিশের একটি গাড়িতে ধাক্কা লাগে। এসময় রাস্তায় ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহত নাদিম শরীয়তপুরের ডামুড্যা থানার দক্ষিণ সিরদা গ্রামের মৃত মিল্লাত হোসেনের ছেলেন। খিলগাঁও গোড়ান এলাকায় থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।