চারদিন পর হৃদরোগ ইনস্টিটিউটে পানি সংকট নিরসন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ৩১ অক্টোবর ২০২১
ফাইল ছবি

টানা চারদিন দুর্ভোগের পর অবশেষে রোববার (৩১ অক্টোবর) সকাল থেকে রাজধানীর শেরে বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পানি সংকট নিরসন হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে হাসপাতালের বিভিন্ন বিভাগে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে চিকিৎসাধীন রোগী, স্বজন ও কর্মকর্তা-কর্মচারীদের বাইরে থেকে কিনে এনে পানি পান করতে হয়। ব্যাহত হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) অস্ত্রোপচারকক্ষের কার্যক্রমও।

হাসপাতালের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, পানির স্তর নিচে নেমে যাওয়ায় হাসপাতালের পাম্প থেকে পানি উঠছে না। ফলে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন জানান, পাম্প থেকে পানির স্বাভাবিক সরবরাহ না থাকায় সাময়িক সংকট দেখা দেয়। তবে এ কারণে হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হয়নি। গত দুদিন জাতীয় কিডনি হাসপাতাল থেকে বিকল্প উপায়ে পানির ব্যবস্থা করা হয়। ওয়াসা কর্তৃপক্ষ আজ তাদের লাইন থেকে সরাসরি পানি সরবরাহের ব্যবস্থা করেছেন। ফলে পানির সংকট দূর হয়েছে।

তিনি বলেন, ‘পানি সংকটে অস্ত্রোপচারে বিঘ্ন ঘটেনি। গতকাল শনিবার আমিই পাঁচজন রোগীকে অস্ত্রোপচার করেছি।’

এমইউ/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।