কারওয়ান বাজারে গাঁজা বিক্রিকালে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ৩১ অক্টোবর ২০২১

রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সাদ্দাম হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. সজীব ও আবু ইউসুফ কাজল।

রোববার (৩১ অক্টোবর) গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান মুহাম্মদ মুহতারিম এসব তথ্য জানান।

তিনি বলেন, কারওয়ান বাজারের বিটিএমসি অফিসের সামনে কিছু মাদককারবারি রাস্তার ওপর গাঁজা ক্রয়-বিক্রির জন্য অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে সাদ্দাম, আনোয়ার, সজীব ও আবু ইউসুফকে গ্রেফতার করা হয়। পরে প্রাইভেটকার তল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহর ও আশপাশ এলাকায় বিক্রি করতো।

তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

টিটি/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।