এ. এম. মল্লিকের দু’টি কবিতা


প্রকাশিত: ০৭:০৭ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

আমার বিজয়
যতই আমার আকাশে শামিয়ানা হোক
শকুন আর বাজপাখির ডানা-
যতই অভিষ্ট নাভিমূলে ঝুলে থাক
পতিতা জরায়ুর বিষণ্ন কান্না-
আমার বিজয়কে কিছুতেই হতে দেব না লীন।

যতই রাজপথে মিছিলের বদলে হোক
ডাইনামিক বারুদের স্লোগান-
যতই বুদ্ধিজীবী প্লাবণে ভেসে যাক
অন্ধ প্রদেশের গল্প আর সম্মান-
কিছুতেই হবে না পূরণ শহীদের ফসিলের ঋণ।

যিশুর ক্রুশ আর দেখাতে পারবে না মৃত্যু ভয়,
শিবের বিষ কণ্ঠে তুলে আমি করে নিয়েছি জয়।

শেষ অনুরোধ
তোমার বুকে বারুদের মিছিল
বোমার ভাষা মুখর চারিদিক
ফসলের মাঠে রক্তাক্ত লড়াই
রাজপথে মৃত্যুর চাষাবাদ
দিন দিন ঝলসে যাচ্ছে তোমার মুখাবয়ব
এসিডদগ্ধ অষ্টাদশী রমণীর মত-
অথচ আমাকে এসব দেখতেই হচ্ছে নির্বাক।

প্রতিবাদ বা প্রতিক্রিয়া আমার ভেতর কিছুই নেই
আর নয় সাক্ষী হয়ে বেঁচে থাকা-
এবার ফাঁসির আসামির মত বেঁধে দাও হাত-পা
ইডিপাসের মত কেড়ে নাও চোখের জ্যোতি
আকণ্ঠ পান করাও সক্রেটিস হেমলক
আর মৃত্যুর আগে বুকের বাম অলিন্দে
গেঁথে দিও- যিশুর ক্রুশ,
এ আমার শেষ অনুরোধ।

এসইউ/এইচআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।