কালাইয়ে ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩২ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

জয়পুরহাটের কালাইয়ে একই স্থানে বিএনপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে কালাই উপজেলা প্রশাসন। শনিবার ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ আইন বলবৎ থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল ধানের শীষ প্রতীক এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী আনিছুর রহমান তালুকদার জগ প্রতীকের আহ্বানে শনিবার সকাল ১০টায় বাসস্ট্যান্ড চত্বর এলাকায় নির্বাচনী পথসভার ডাক দেয়।

ফলে একই সময়ে একই স্থানে দুই প্রার্থী নির্বাচনী পথসভার ডাক দেয়ায় আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় কালাই উপজেলা নির্বাহী অফিসার বাদল চন্দ্র হালদার শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরসভা এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন এবং এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারির বিষয়ে শুক্রবার রাতে মাইকে প্রচার করা হয়।  

কালাই উপজেলা নির্বাহী অফিসার বাদল চন্দ্র হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাশেদুজ্জামান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।