গৌরনদীতে ৪ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০০ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

বরিশালের গৌরনদী পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুটি ওয়ার্ডের ৪ কাউন্সিলর প্রার্থীকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

জরিমানা করা প্রার্থীরা হলেন- ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম টিটু ও ফরহাদ হোসেন মোল্লা এবং ৯ নম্বর ওয়ার্ডের আমিনুল ইসলাম রিপন ও সামাদ হোসেন মুন্না।

সহকারী কমিশনার তানিয়া আফরোজ বলেন, পৌরসভা নির্বাচন আইন-২০০৯ এর ২১ ধারা অনুযায়ী সাধারণ কাউন্সিলর প্রার্থীরা একটি ওয়ার্ডে একটি মাইক ব্যবহার করতে পারবেন। কিন্তু ওই ৪ প্রার্থী তাদের ওয়ার্ডে দুটি করে মাইক উচ্চ শব্দে ব্যবহার করে জনমনে বিরক্তি সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া নির্বাচনকালীন মোটরসাইকেল চলাচলে বিধি বিধান লঙ্ঘনের দায়ে ৪ মোটরসাইকেল মালিকের কাছ থেকেও মোট আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি।

সাইফ আমীন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।