ভাষা সৈনিক এস এম নুরুন্নবীর দাফন সম্পন্ন
ভাষা সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগৈর কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এস এম নুরুন্নবীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা ফরিদপুর শহরের আলীপুর গোলপুকুর শপিং কমপ্লেক্সের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পরিচালনা করেন শহরের শাহ্ ফরিদ দরগা মসজিদের ইমাম আবুল কালাম আজাদ।
এর আগে বিউগ্যালের করুণ সুরে ও রাষ্ট্রীয় সালামের মধ্যয়ে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় ফরিদপুর-১ আসনের এমপি মো. আব্দুর রহমান, জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ অর্ধশতাধিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার ফাজিলপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভাষা সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগৈর কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এস এম নুরুন্নবী গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
এসএম তরুন/বিএ