ভিকারুননিসার প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী শনিবার


প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসা. সুফিয়া খাতুনের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রাশেদ খান মেনন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজধানীর ১/এ, নিউ বেইলি রোডে প্রতিষ্ঠানের মূল ক্যাম্পাসে সকাল ৯টা  থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।

অনুষ্ঠান সূচিতে রয়েছে ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের থিমসং উদ্বোধন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী পাবলিকেশনের উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিস্তারিত তথ্যের জন্য ০১৭৮৭-১০০৪৭১ এবং ০১৭৮৭-১০০৪৭২ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এনএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।