অর্থনীতিতে বস্ত্রখাত নির্ভরশীলতা কমাতে হবে


প্রকাশিত: ০৬:২৯ এএম, ১৮ নভেম্বর ২০১৪

বাংলাদেশকে বস্ত্রখাতের ওপর নির্ভরশীল অর্থনীতি থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন গ্রীসের সাবেক শ্রম ও নৌপরিবহন মন্ত্রী অর্থনীতিবিদ ড. লুকা কাটসেলি। মঙ্গলবার লেকশোর হোটেলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) বার্ষিক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কর্মসংস্থান এবং উৎপাদন বৃদ্ধি জরুরি। বাংলাদেশে প্রতিষ্ঠানিক পুনর্গঠন, উন্নয়নের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ, সক্রিয় শিল্পনীতি প্রণয়ণ এবং অবকাঠামো খাতে অর্থায়নের জন্য ব্যবসা ও অভ্যন্তরীণ কর খাতের পুনর্গঠন করতে হবে।

বাংলাদেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এসব পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মনে করেন ন্যাশনাল কাপোডিডিস্ট্রিয়ান অব এথেন্সের অর্থনীতির অধ্যাপক ড. লুকা কাটসেলি।

জাতিসংঘের উন্নয়ন নীতিমালা বিষয়ক কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. লুকা বলেন, সরকারি-বেসরকারি খাতে দেনা সত্ত্বেও বিনিয়োগ বৃদ্ধি, চাকরির বাজার তৈরির মাধ্যমে প্রবৃদ্ধির অগ্রসরতা কিভাবে ধরে রাখতে হয় তা আয়ত্ব করাটা জরুরি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিপিডি`র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. রেহমান সোবহান, সিপিডি`র সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য, নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।