নওগাঁয় তিন দিনের ইজতেমা শুরু


প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৫

নওগাঁয় তাবলিগ জামায়াতের আয়োজনে তিন দিনব্যাপি শুরু হয়েছে আঞ্চলিক বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার আসরের নামাজের পর শহরের বাইপাস সান্তাহার নামক স্থানে আনুষ্ঠানিকভাবে এ ইজতেমার কার্যক্রম শুরু হয়। শনিবার জোহর নামাজের পর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এই ইজতেমা শেষ হবে বলে জানা যায়।

কনকনে শীতকে উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা দল বেঁধে বাস-ট্রাক, সিএনজি, চার্জার, ভটভটি এবং ট্রেনে করে ইজতেমায় আসতে শুরু করেছেন। ইজতেমায় মুসল্লিদের থাকা, খাওয়া, ওজু, গোসলের ব্যবস্থা করা হয়েছে।

জেলার প্রতিটি উপজেলার মুসুল্লিদের জন্য আলাদাভাবে বসার স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়া মহিলাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সবাই মহান আল্লাহকে রাজি-খুশি করার জন্যই ইজতেমা ময়দানে আসার কথা জানিয়েছেন।

ইজতেমাকে ঘিরে অনেকের বাড়িতে আত্মীয়-স্বজনের সমাগম দেখা গেছে। ইজতেমা মাঠের চারপাশকে ঘিরে অস্থায়ী দোকান ঘর স্থাপন করা হয়েছে। ইজতেমায় আগতদের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে একাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।

"
এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন ও বর্জ্য অপসারণের ব্যবস্থা করা হয়েছে। অসুস্থদের চিকিৎসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে।

নওগাঁ পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পিপিএম জানান, ইজতেমায় কোনো ধরনের অপ্রীতিকর যেন না ঘটে এজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হয়েছে। এছাড়া র‌্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে বলে জানান।

আব্বাস আলী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।