গাইবান্ধায় নৌকার পক্ষে মুক্তিযোদ্ধাদের প্রচারণা


প্রকাশিত: ০২:০৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৫

‘আমরা মুক্তিযোদ্ধা নৌকা মার্কায় ভোট চাই’এই স্লোগান নিয়ে নৌকা প্রতীকের সমর্থনে এবার প্রচারণায় নামলেন মুক্তিযোদ্ধারা। তারা নৌকা প্রতীক গলায় ঝুলিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুল­াহ আল মামুনের পক্ষে বৃহস্পতিবার ভোটারদের কাছে ভোট চান।

সুন্দরগঞ্জ পৌর এলাকার পাড়া-মহ­ল্লা এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে মুক্তিযোদ্ধারা সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে স্বতঃস্ফুর্ত সমর্থন ও ভোট প্রার্থনা করেন। সুন্দরগঞ্জের মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এমদাদুল হক বাবলুর নেতৃত্বে ওই নির্বাচন ক্যাম্পেইনে বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন শহিদুল ইসলাম, নির্মল চন্দ্র, আজিজ উদ্দিন, আবু বকর, আবুল হোসেনসহ বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা।

এদিকে, গাইবান্ধায় দ্বিতীয় দিনের মতো নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের সমর্থনে মুক্তিযোদ্ধারা গাইবান্ধা পৌরসভার ব্রিজ রোড, ভিএইডরোড, মাস্টারপাড়া, বাংলা বাজার ও পুলিশ লাইন্স সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ব্যাপক গণসংযোগ করেন। তারা স্বাধীনতা স্বপক্ষের শক্তিকে বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মবিনুল হক জুবেল, ডেপুটি কমান্ডার ওয়াশিকার মো. ইকবাল মাজু, সাবেক জেলা কমান্ডার মাহমুদুল হক শাহজাদা, জেলা জাসদ সভাপতি ও মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, শাহ মাইনুল ইসলাম শিলপু, রিয়াজুল হক খাজা, কমান্ডার আলী আকবর প্রমুখ। গণসংযোগকালে শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।

অমিত দাশ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।