ইসি নির্দয় আচরণ করছে : হানিফ
ক্ষমতাসীন দলের প্রতি নির্বাচন কমিশন (ইসি) নির্দয় আচরণ করছে। আর সংসদের বাইরে থাকা বিএনপিকে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বৃহস্পতিবার দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে করে মাঠ কর্মকর্তাদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন। প্রতিনিধি দলে আরো ছিলেন; দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দীপু মণি, বি এম মোজাম্মেল হক ও আফজাল হোসেন।
দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিউদ্দীন আহমদের সঙ্গে বৈঠক শেষে হানিফ সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন বিএনপির প্রতি অতি সদয় হয়ে আমাদের নেতাকর্মী, প্রার্থী ও সাংসদদের প্রতি নির্দয় আচরণ করছে। আমরা ইসির কাছে নিরপেক্ষ আচরণ চাই বলেই এ দাবি জানাতে এসেছি।
তিনি জানান, বিভিন্ন পৌর এলাকায় রিটার্নিং অফিসারদের কাছে দলীয় নেতাকর্মী ও প্রার্থীদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। আবার বিএনপি’র লোকজন বাড়তি সুবিধা পাচ্ছে। আমাদের কর্মী-প্রার্থীদের অযথা জরিমানা করা হচ্ছে। মোটরসাইকেলে দলীয় প্রতীক ব্যবহার করা হয়েছে বলে জরিমানা করা হয়েছে, যা নিরপেক্ষ আচরণ নয়। আমাদের দু’জন কর্মীকে হত্যা করা হয়েছে; বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আমাদের ওপর চাপিয়ে দিয়ে তারা বাড়তি সুবিধা নিচ্ছে।
সাংসদরা আচরণবিধির বেড়াজালে পড়ে প্রচারণায় নামতে না পারলেও সংসদের বাইরে থাকা বিএনপি’র শীর্ষ নেতারা প্রচারণায় নামছেন। এ প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, ইসি এখন অতি সদয় হয়ে আমাদের ওপর নির্দয় আচরণ করছে।
বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ‘সন্তোষ’ প্রকাশ করে হানিফ জানান, পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করবে ইসি। যখন যেটা প্রয়োজন মনে করে সে ব্যবস্থাই নেবে। বিধিভঙ্গের বিষয়ে তদন্ত না করে কোনো ব্যবস্থা না নেয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সংসদ সদস্যরা বিধি ভঙ্গ করছেন না, প্রয়োজন হলে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ইসি। কিন্তু একজন প্রতিমন্ত্রী মসজিদ থেকে বের হয়ে কোলাকুলি করলেই বিধি ভঙ্গ হয় কি করে? তিনি কারো পক্ষে ভোট চাইলে তখন ব্যবস্থা নিতে পারে ইসি।
সাংসদদের কেউ বিধি ভঙ্গ করলে ইসির যতটুকু ক্ষমতা রয়েছে তার সর্বোচ্চ ব্যবহারের প্রতি সমর্থন জানানো হয়েছে বলেও উল্লেখ করেন এ ক্ষমতাসীন দলের নেতা।
তিনি বলেন, সংসদে না থেকে তারা বাড়তি সুবিধা পাচ্ছেন, সুবিধা নিচ্ছেন; তাদের বাড়তি সুবিধা দিলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। প্লেয়িং ফিল্ড তাদের অনুকূলে রয়েছে। তাদের যেনো বাড়তি সুবিধা দেয়া না হয়।
বিএনপি বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাতে কোনো ধরনের বাড়তি সুবিধা না নিতে পারে এবং কারো বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলতে না পারে-তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবি জানায় দলটি।
হানিফ বলেন, আমরা সমস্যায় রয়েছি। আমরা ইসির নিরপেক্ষ ভূমিকা চাই। তাদের বাড়তি সুবিধা না দিয়ে ইসিকে সম আচরণ করতে হবে।
নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা থাকায় কিছু সংস্থাকে ভোট পর্যবেক্ষণের সুযোগ না দেয়ার জন্যও জানিয়েছে দলটি।
উল্লেখ্য, আওয়ামী লীগের মন্ত্রী-এমপি’রাই পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করছেন-বিএনপি’র এমন দাবির পরদিনই নির্বাচন কমিশনে গিয়ে উল্টো অভিযোগ জানালো ক্ষমতাসীন দল।
এইচএস/এসএইচএস/এমএস