এথেন্সে ৫.৪ মাত্রার ভূমিকম্প


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ১৮ নভেম্বর ২০১৪

গ্রিসের রাজধানী এথেন্সে ৫ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

এথেন্স থেকে ১২০ কিলোমিটার উত্তরে এভিয়ার প্রোকোপিওন শহরের দক্ষিণপশ্চিমে স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয় বলে মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তাদের ওয়েবসাইটে জানিয়েছে।

ভূমিকম্পের পর রাজধানীর বাসিন্দারা ভয়ে রাস্তায় নেমে আসে বলে অগ্নি নির্বাপনকর্মীরা জানান। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তারা।

গ্রিসে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। চলতি বছরের জানুয়ারিতে আইয়োনিয়ান দ্বীপে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে হাজার হাজার মানুষ বাস্তুহারা হয়। সূত্র : এএফপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।