আজকের এইদিনে : ২৪ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০৪:৩১ এএম, ২৪ ডিসেম্বর ২০১৫

৬৫৭ খ্রিস্টাব্দের এই দিনে সাহাবী হযরত হুজাইফা (রা.) ইন্তেকাল করেন ।
১২৫৮ খ্রিস্টাব্দের এই দিনে হালাকু খান কর্তৃক আব্বাসীয় খলিফা মোস্তালিমকে হত্যা, আব্বাসীয় রাজত্বের অবসান ।

১৫২৪ খ্রিস্টাব্দের এই দিনে পর্তুগীজ নাবিক ও পর্যটক ভাস্কো-দা-গামা মৃত্যুবরণ করেন।
১৮০১ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেনে স্বয়ংচালিত যানে প্রথম পরীক্ষামূলক মহড়া হয়।
১৮২২ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ কবি ও সমালোচক ম্যাথু আর্নল্ডের জন্ম।
১৮৬৫ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ লেখক ও চিত্রশিল্পী চার্লস লকের মৃত্যু।
১৮৮১ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী [১৯৫৬] স্প্যানিশ কবি হুয়ান রামন হিমানাসের জন্ম।
১৮৮২ খ্রিস্টাব্দের এই দিনে বিজ্ঞানী আর্থার স্ট্যানলি এডিংটনের জন্ম।
১৮৮৬ সালের এই দিনে একাডেমি পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয়-মার্কিন চলচ্চিত্র পরিচালক মাইকেল কার্টিজ জন্মগ্রহণ করেন ।
১৮৯১ খ্রিস্টাব্দের এই দিনে পশ্চিম বাংলার প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষের জন্ম।
১৮৯৪ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় প্রথম মেডিক্যাল সম্মেলন হয়।
১৯০০ খ্রিস্টাব্দের এই দিনে লেনিনের ‘ইসক্রা’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯০১ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত সোভিয়েত লেখক ফাডেয়েফের জন্ম হয়।
১৯২৪ খ্রিস্টাব্দের এই দিনে ভারতীয় সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফি জন্মগ্রহণ করেন ।
১৯২৬ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান জন্মগ্রহণ করেন।
১৯৪৩ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত বাঙালি গীতিকার অজয় ভট্টাচার্য মৃত্যুবরণ করেন।
১৯৫১ খ্রিস্টাব্দের এই দিনে ইতালির অধীন থেকে লিবিয়া স্বাধীনতা লাভ করে। রাজা প্রথম ইডিস সিংহাসনে সমাসীন হন।
১৯৫২ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী জন্মগ্রহন করেন।
১৯৫৩ খ্রিস্টাব্দের এই দিনে দৈনিক ইত্তেফাকের প্রথম প্রকাশ।
১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনে ভারতীয় অভিনেতা ও প্রযোজক অনিল কাপুর জন্মগ্রহণ করেন।
১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে পুয়ের্তো রিকান গায়ক রিকি মার্টিন জন্মগ্রহণ করেন।
১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর পদত্যাগ।
১৯৮৫ খ্রিস্টাব্দের এই দিনে আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি ফেরহাত আব্বাস মৃত্যুবরণ করেন।
১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে সিলেটের হরিপুরে তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়।
১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী কৌভে ডেমুরভিল্লে প্যারিসে মারা যান, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে ব্রাজিলের চার-তারকাবিশিষ্ট সামরিক জেনারেল ও সাবেক রাষ্ট্রপতি হুয়াঁউ বাতিস্তা দি ওলিভেইরা ফিগেইরেদু মৃত্যুবরণ করেন ।

এইচআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।