হোয়াটস অ্যাপে যুক্ত হচ্ছে ভিডিও কল


প্রকাশিত: ১১:৪৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৫

আগে ছিল কেবলই কল করার সুবিধা, এবার থেকে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা পাবেন ভিডিও কলেরও সুবিধা। স্কাইপে ভিডিও কলিংয়ের যে সুবিধা পাওয়া যায় সেটাই এবার হোয়াটস অ্যাপেও পাওয়া যাবে।

ভিডিও কলের পাশাপাশি হোয়াটস অ্যাপে মাল্টি ট্যাব নামে আরও একটি ফিচার যুক্ত করা হতে পারে। এই ফিচারটি ব্যবহার করে খুব সহজেই একটি কনভারসেশন থেকে অন্য কনভারসেশনে যাওয়া যাবে।

নতুন বছরেই হোয়াটস অ্যাপে আসতে চলেছে এই নতুন ফিচার। তার আগে, ফাঁস হলো হোয়াটস অ্যাপে ভিডিও কলিংয়ের স্ক্রিন শট। তবে এখনই সমস্ত হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন না।

চলতি বছরের শুরুর দিকে ভয়েস কলিং ফিচারটি চালু করে হোয়াটস অ্যাপ। এই ফিচারটি প্রথমেই অ্যান্ড্রয়েডের জন্য চালু করা হলেও এবার ভিডিও কলিং ফিচারটি আইওএস ব্যবহারকারীরাই হয়তো আগে পেতে যাচ্ছেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।