শীতার্ত নৈশপ্রহরীদের মাঝে পুলিশের কম্বল বিতরণ


প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৫

‘শীতার্তদের পাশে মানবতা’ এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই শতাধিক শীতার্ত নৈশপ্রহরীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. মো. বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, নৈশপ্রহরীরা রাত জেগে পাহারা দেন। তাই তাদের দিয়েই শীতার্তদের মাঝে পুলিশের কম্বল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে।

এসময় তিনি শীতার্তদের পাশে এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। পরে আলোচনা শেষে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকার প্রায় আড়াই শতাধিক শীতার্ত নৈশপ্রহরীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

আজিজুল আলম সঞ্চয়/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।