রংপুরে বিড়ি ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সন্ধ্যায় ওই এলাকার গফুর বিড়ি ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহেদুল ইসলাম জাগো নিউজকে জানান, হারাগাছ পৌরসভা সংলগ্ন গফুর বিড়ি ফ্যাক্টরিতে সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ৪টি গোডাউনে রাখা তামাকসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।
রংপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, কাউনিয়ার ১টি ও হারাগাছের ১টিসহ ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেননি তিনি।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাগো নিউজকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো শ্রমিক সেখানে ধুমপান করে বিড়ির মুড়া ফেলে দেওয়ায় এ ঘটনা ঘটতে পারে। অগ্নিকাণ্ডে এ ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক নিরুপন করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।
জিতু কবীর/এমএএস/আরআইপি