শপথ নিলেন জামালপুরের তিন মেয়র প্রার্থী


প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৫

হাত উচিয়ে দৃপ্তককণ্ঠে দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ার শপথ নিলেন জামালপুর পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী তিন মেয়র প্রার্থী।

বুধবার বিকেলে জামালপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত প্রার্থী পরিচিতি ও জনগণের মুখোমুখি অনুষ্ঠানে এই শপথ নেন প্রার্থীরা।

জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সনাক জামালপুরের সভাপতি এ এ কে মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম মনি, বিএনপির শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জাতীয় পাটির খন্দকার হাফিজুর রহমান বাদশা।

এছাড়াও সনাক সদস্য শামীম আরা, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার করুনা কিশোর চক্রবর্তী, মোহাম্মদ হাবিবুর রহমান নোমান প্রমুখ।

এসময় মেয়র প্রার্থীরা তাদের নির্বাচনী প্রতিশ্রুতিসহ উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে। পরে প্রার্থীরা দুর্নীতিমুক্ত পৌরসভার গড়ার শপথ নেন এবং হাত উচিয়ে একাত্বতা প্রকাশ করেন।

শুভ্র মেহেদী/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।