বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শনে পুলিশের অতিরিক্ত আইজিপি


প্রকাশিত: ১১:৪৯ এএম, ২৩ ডিসেম্বর ২০১৫

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানের প্রস্তুতি দেখার জন্য মাঠ পরিদর্শন করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মঈনুর রহমান চৌধুরী। তিনি ইজতেমা মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও মুসল্লিদের সঙ্গে কথা বলেন।

এসময় তার সঙ্গে ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও সিনিয়র এএসপি গোলাম সবুরসহ অন্যান্য কর্মকর্তারা।
 
পরিদর্শন শেষে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মঈনুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, ইজতেমায় যথাযত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। সরকারের ভাবমূর্তি কোনো অবস্থাতেই যেন বিনষ্ট না হয় এবং দেশ বিদেশের আগত মুসল্লিরা যেন নিরাপদে ইজতেমায় অংশ নিতে পারে তার জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

আগামী বছরের ৮ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ইজতেমা ময়দানের বেশির ভাগ কাজ শেষ হয়েছে। চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।

আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।