বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী ধ্বংস করা হয় পাট শিল্পকে


প্রকাশিত: ০৪:০১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ও খালেদা জিয়ার আমলে বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী পাট মিলগুলো ধ্বংস করে দেয়া হয়। এতে করে পাট চাষিদের পেটে লাথি মারা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ২০০১ সালে খালেদা জিয়া আদমজী জুট মিল বন্ধ করে দেয়ার ফলে এ শিল্পের বাজার হারিয়েছি। পরিবেশ বান্ধব পাটের বস্তা ব্যবহারে সরকার যে আইন করেছে- তা এদেশের মানুষ স্বাচ্ছন্দে গ্রহণ করেছে। তাই শতকরা ৯০ শতাংশ চালের বস্তায় পাটের ব্যবহার হচ্ছে।

মঙ্গলবার গাজীপুরের টঙ্গী ও বোর্ডবাজারসহ বেশ কয়েকটি এলাকায় চালের আড়ৎ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পরিদর্শনকালে তিনি চাল ব্যবসায়িদের সঙ্গে কথা বলেন এবং পাটের বস্তায় চাল বিক্রি করতে তাদের উৎসাহিত করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট তওহীদ বিন হাসান, সহকারী পুলিশ সুপার সবুর খানসহ পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।