শেষ বল পর্যন্ত মাঠে থাকবে বিএনপি


প্রকাশিত: ০২:১০ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫

বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বলেছেন, বিএনপি খেলতে নেমেছে ৫০ ওভারের খেলা। আর এ খেলা শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকবো বিএনপি। ২০ ওভারে জয়লাভের সম্ভাবনা দেখে সরকার ও নির্বাচন কমিশন যদি বিএনপিকে জোর করে মাঠ থেকে বের করে না দেয়, তাহলে শেষ বল পর্যন্ত মাঠে থাকবো।

মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। এছাড়া নির্বাচনের দিন সকাল থেকে ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত নেতাকর্মী সমর্থকদের ভোট কেন্দ্রের আশেপাশে শক্ত অবস্থান নেয়ার নির্দেশ দেন তিনি।  

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অতীতে সঠিক ও সুষ্ঠ নির্বাচন হয়নি, বর্তমানেও হবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের ঐক্যবদ্ধ করে নির্বাচনে মাঠে থাকবো।

এর আগে গাংনী পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইনসারুল হকের নির্বাচনী কার্যালয়ে কর্মী সভায় বক্তব্য রাখেন মশিউর রহমান। পরে তিনি শহরের বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও পথসভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি আমজাদ হোসেনসহ সভাপতি জাভেদ মাসদ মিল্টন, সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আতিকুর রহমান টিটু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।