গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে মন্ত্রিসভা


প্রকাশিত: ০৮:১১ এএম, ১৪ জুলাই ২০১৪

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রিসভা। একই সাথে এ হামলা বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নিন্দা প্রস্তাব পাস হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা আরও বলেন, সমুদ্রসীমার রায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ ব্রিফিং করবেন। তবে ওই সংবাদ ব্রিফিং কবে, কখন অনুষ্ঠিত হবে তা ঠিক হয়নি।

অন্যদিকে আজকের সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমীন চৌধুরীর অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করার প্রস্তাব দেওয়া হলেও সেটি প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।