টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত


প্রকাশিত: ১১:২৩ এএম, ২২ ডিসেম্বর ২০১৫

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উদ্দ্যমপুর বর্নি এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর এক যাত্রী। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বেলুয়া গ্রামের মজিবুর বেপারীর ছেলে অটোচালক আয়নাল বেপারী (৪৫) ও একই গ্রামের হালিমের স্ত্রী হাসি বেগম (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উদ্দ্যমপুর বর্নি এলাকায় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ফাইভআপ ট্রেন ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক আয়নাল বেপারী ও যাত্রী হাসি বেগম মারা যায়। দুর্ঘটনায় আহত রিয়া (১৩) নামের এক কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) দিদারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।