ড. ইনামুলের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও নির্দেশক ড. ইনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার (১১ অক্টোবর) এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ড. ইনামুল হকের মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের সাংস্কৃতিক উন্নয়নে তার অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
রাষ্ট্রপতি ড. ইনামুল হকের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পর মারা যান বর্ষীয়ান এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
দেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১২ সালে একুশে পদক ও ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
এসইউজে/বিএ/এএসএম