বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১০ ক্রু উদ্ধার
বঙ্গোপসাগরের মোংলা ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবে যাওয়া এমভি বিউটি অব লোহাগড়া-২ লাইটার জাহাজ থেকে ১০ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শনিবার (৯ অক্টোবর) সকালে কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাইটার জাহাজটি গত ৮ অক্টোবর বিকেলে চট্টগ্রাম থেকে পাথর বোঝাই করে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। একপর্যায়ে আনুমানিক রাত ১০টার দিকে জেফোর্ড পয়েন্ট থেকে ২ নটিক্যাল মাইল দূরে জাহাজটির তলদেশ ছিদ্র হয়ে পানি উঠতে শুরু করলে তারা কোস্টগার্ডকে জানায়।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, তাদের খবরের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট দুবলার চরের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জাহাজটির ১০ জন ক্রুকে জীবিত উদ্ধার করে। পরবর্তীতে তাদের দুবলার চরে নিয়ে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উদ্ধার হওয়া ক্রুদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
টিটি/এমআরআর/এএসএম