যবিপ্রবিতে কর্মচারীদের কর্মবিরতি পালন


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদলের ওপর হামলাকারী শিক্ষার্থীদের বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন দফতর ও বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

যবিপ্রবি জনসংযোগ দফতরের সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল জানান, ঘটনার ১২ দিন অতিবাহিত হওয়ার পরও একজন শিক্ষার্থীও বহিষ্কার না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর তাগিদ দেয়া হয়। আর পদক্ষেপ গ্রহণ না করা হলে পরবর্তীতে পূর্ণদিবস কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

মিলন রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।