বিচার বিভাগীয় দুই কর্মকর্তা আইন মন্ত্রণালয়ে
বরিশালের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জাহিদুল কবির এবং টাংগাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ মোস্তাক আহাম্মদকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বদলীকৃত কর্মকর্তাদের ২০ নভেম্বর দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে মন্ত্রণালয়ে যোগদানের জন্য বলা হয়েছে।