চসিকের চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে ভোট শুরু
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ওয়ার্ডের মোট ১৫ কেন্দ্রে এবার ইভিএমে ভোট হচ্ছে।
চট্টগ্রাম নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ ওয়ার্ডের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মারা যান। এতে করে কাউন্সিলর পদ শূন্য হলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওয়ার্ডে প্রায় ৩২ হাজার ভোটার রয়েছেন। নির্বাচনে মোট ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, চকবাজার ওয়ার্ডের উপ-নির্বাচন সুষ্ঠু করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
উপ-নির্বাচনে প্রার্থীরা হলেন- প্রয়াত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর স্ত্রী মেহেরুন্নিসা খানম, মো. নুর মোস্তফা টিনু, মো. আলী আকবর হোসেন চৌধুরী মিন্টু, মোহাম্মদ দেলোয়ার হোসাইন, একেএম সালাউদ্দিন কাউসার লাভু, কাজী মো. ইমরান, মো. আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ সেলিম রহমান, মোহাম্মদ নোমান চৌধুরী, মো. শাহেদুল আজম, মো. নাজিম উদ্দীন, মো. নুরুল হুদা, মো. সামসের নেওয়াজ, মমতাজ খান, শওকত ওসমান, রুবেল সিদ্দিকী, আজিজুর রহমান, আলাউদ্দিন, জাবেদ, কায়সার আহম্মদ ও মো. আবদুর রউফ।
মিজানুর রহমান/বিএ/এএসএম