আমিরাত গেলেন আরও ১০৬৫ প্রবাসী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৬ অক্টোবর ২০২১
ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা করে গত ছয়দিনে সংযুক্ত আরব আমিরাত গেছেন পাঁচ হাজারেরও বেশি প্রবাসীকর্মী ও যাত্রী।

ফ্লাইট ছাড়ার ৪৮ ঘণ্টা আগে একবার ও ছয় ঘণ্টা আগে আরেকবার বিমানবন্দরে নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ হয়ে তারা সে দেশে যান।

এর মধ্যে আবার ৪৮ ঘণ্টা আগে নেগেটিভ হলেও ছয় ঘণ্টা আগে নমুনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় ছয় যাত্রী আমিরাত যেতে পারেননি। শাহজালাল বিমানবন্দরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ৩০ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনপ্রাপ্ত ছয়টি প্রতিষ্ঠান বিমানবন্দরে ল্যাবরেটরি স্থাপন করে নমুনা পরীক্ষা শুরু করে।

শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা. পাবন জানান, মঙ্গলবার (৫ অক্টোবর) বিভিন্ন ফ্লাইটে আমিরাত রওয়ানা হওয়ার আগে এক হাজার ৬৬ জন যাত্রী নমুনা পরীক্ষার করান। নমুনা পরীক্ষায় মাত্র একজন করোনা পজিটিভ হন। তিনি ছাড়া সবাই সেই দেশে যান।

জানা গেছে, ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত যাত্রার ছয় ঘণ্টা আগে নমুনা পরীক্ষা করিয়ে সর্বমোট পাঁচ হাজার ২২৮ জন যাত্রী আমিরাত যান। তাদের ছাড়া ছয়জন যাত্রীর করোনা পজিটিভ পাওয়া যায়।

এদিকে ৩০ সেপ্টেম্বর ৬৫ জন, ১ অক্টোবর ৩৪১ জন, ২ অক্টোবর ৯৯৫ জন, ৩ অক্টোবর এক হাজার ২৮০ জন, ৪ অক্টোবর এক হাজার ২৭২ জন এবং ৫ অক্টোবর এক হাজার ৬৫ জন প্রবাসীকর্মী ও যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ছয়জন যাত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে।

এমইউ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।