টিসিবিকে প্রয়োজনীয় ভর্তুকি দেয়ার সুপারিশ


প্রকাশিত: ১২:৪১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫

জনগণের মাঝে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের লক্ষে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনকে (টিসিবি) সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ভর্তুকি দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

এছাড়া টিসিবির গুদামজাতকরণ ক্ষমতা বৃদ্ধির লক্ষে তাদের নিজস্ব জমিতে ৯০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ৮টি গুদাম ও ৩টি কোল্ড স্টোরেজ বিল্ডিং নির্মাণের জন্য ২৪ দশমিক ৮৫ কোটি টাকার প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাবনার (ডিপিপি) মাধ্যমে জরুরি ভিত্তিতে অনুমোদনের সুপারিশ করে সংসদীয় কমিটি।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির ২০তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে বৈঠকে সদস্য মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, মো. হাবিবর রহমান, আব্দুর রউফ এবং অ্যাডভোকেট নাভানা আক্তার অংশ নেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটিকে জানানো হয়, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনে সর্বমোট ৬৬২টি অডিট আপত্তি প্রদান করা হয়েছে, তার মধ্যে ১৭২টি অডিট আপত্তি নিষ্পত্তি করা হয়েছে, অবশিষ্ট  অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় বৈঠক করে নিষ্পত্তি করার প্রক্রিয়া অব্যাহত আছে।

এতে আরো জানানো হয় যে, টিসিবি সারা দেশে তিন হাজার ডিলারের মাধ্যমে কোনো অসাধুচক্র অযৌক্তিকভাবে যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে ঘাটতি বা দাম বাড়াতে না পারে এবং পণ্যাদির দাম স্থিতিশীল পর্যায়ে রাখার ব্যবস্থা করে থাকে।

টিসিবির অডিট আপত্তিসমূহ দ্বি-পাক্ষিক বা ত্রি-পাক্ষিক বৈঠকের মাধ্যমে দ্রুততার সঙ্গে নিস্পত্তি করা, টিসিবিকে বাজার নিয়ন্ত্রণ রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং টিসিবিকে প্রয়োজনীয় মূলধন সরবরাহের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের   সুপারিশ করা হয়।

এইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।