পুনাকের তিন দিনব্যাপী যোগাসন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৮ এএম, ০৪ অক্টোবর ২০২১

‘বিকশিত করো নিজেকে’ বা ‘Discover yourself’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী যোগাসন কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। রোববার (৩ অক্টোবর) পুনাক কেন্দ্রীয় এই কর্মশালার শুরু হয়েছে বলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান জানিয়েছেন।

তিনি জানান, পুনাক সভানেত্রী জীশান মীর্জা এ কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুনাকের সহ-সভানেত্রী ও অন্যান্য সম্পাদকরা উপস্থিত ছিলেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষকদের পরিচালনায় কর্মশালায় ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে পুনাক সভানেত্রী জীশান মীর্জা বলেন, যাপিত জীবন সুন্দর হয় নিজের ওপর বিশ্বাস, অপরের প্রতি শ্রদ্ধাবোধ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে। একটি গতিশীল রাষ্ট্রের প্রধান একক হলো পরিবার, যেখানে একজন সচেতন নাগরিক তৈরি হয়।

তিনি জানান, সে স্থানটি দৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পুনাক। তারই ধারাবাহিকতায় পুনাকের নতুন মাত্রার গতিশীল নেতৃত্ব ‘আমরা আছি তোমাদের পাশে’ প্রত্যয়ে মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ বিভাগ সৃষ্টি করা হয়েছে।

টিটি/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।