বিজনেস ওয়ার্ল্ড মাস্টারকার্ড চালু করলো প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২১ ডিসেম্বর ২০১৫

কর্পোরেট গ্রাহকদের জন্য প্রাইম ব্যাংক চালু করলো বিজনেস ওয়ার্ল্ড মাস্টারকার্ড। সোমবার সকালে রাজধানীর হোটেলে পূর্বানীতে এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির নতুন এই ঋণ পণ্য চালুর ঘোষণা দেন ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান।
 
তিনি বলেন, আমাদের কর্পোরেট গ্রাহকদের জন্য এটি একটি নতুন সেবা। আশা করছি গ্রাহকদের দেশে ও দেশের বাইরে বিশেষ সেবা দিতে পারবো।

মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে এই কার্ড বাজারে এনেছে প্রাইম ব্যাংক। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজনেস ওয়ার্ল্ড মাস্টারকার্ড গ্রাহকরা বিশ্বের বিভিন্ন দেশে ট্রাভেল, ডাইনিং ও গলফ এ ১৩শ’র বেশি প্রিমিয়াম অফার পাবেন। প্রাইম ব্যাংকের মাস্টারকার্ড গ্রাহকরা ডাইনিংয়ের ক্ষেত্রে লা মেরিডিয়ান, ওয়েস্টিন ঢাকা, সিক্স সিজনস, রেডিসন (ঢাকা ও চট্টগ্রাম)-এ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুবিধা থাকবে।

শপিংয়ে জারা, ভাসাবি, জারহোম, ডায়মন্ড ওয়ার্ল্ড, মানসা ও লামিজে ছাড় রয়েছে। এছাড়া ট্রাভেলে রয়েছে কক্সবাজার ও সিলেটে মাস্টার কার্ডের সঙ্গে সম্পৃক্ত হোটেলগুলোতে ফ্রি থাকার সুযোগ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা ভিআইপি লাউঞ্জে বিশেষ গ্রাহক সেবাসহ বিশ্বজুড়ে ৮৫০টি বিমানবন্দরের প্রায়োরিটি পাসের ফ্রি মেম্ববারশীপও রয়েছে। বছরে ২০টির বেশি লেনদেন করলে বাৎসরিক ফি মওকুফ করা হবে। পাশাপাশি থাকবে সাপ্লিমেন্টারি কার্ড।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান আমির হোসেন মজুমদার বলেন, “প্রথম বছর কোনো ধরনের সার্ভিস চার্জ নেওয়া হবে না। পরের বছর থেকে বাৎসরিক ৫ হাজার টাকা সার্ভিস চার্জ নেওয়া হবে। এই কার্ডের সুদ হার হবে বাজার ভিত্তিক।”

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈদয় মোহাম্মদ কামাল বলেন, “প্রাইম ব্যাংকের মাস্টারকার্ড গ্রাহকরা দেশে ও বিদেশে সমান সুবিধা ভোগ করবেন।”
 
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাবারক হোসেন ভূইঞা বক্তব্য রাখেন। এ সময় ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এসআই/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।