সুবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন সমাপ্ত


প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৭ নভেম্বর ২০১৪

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।

চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সোমবার প্রসিকিউটর জেয়াদ আল মালুম যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন।

রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে সুবহানের পক্ষে আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। এরপর মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়। সর্বমোট আটদিন প্রসিকিউশন যুক্তি উপস্থাপন করেন।

আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন মিজানুল ইসলাম তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, এসএম শাহজাহান, রায়হানুল ইসলাম, আব্দুস সাত্তার পালোয়ান।

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি লাইন দিয়ে যুক্তি উপস্থাপন শুরু করেন মিজানুল ইসলাম। তিনি বলেন, ‘আজ আমরা যুক্তিতর্ক শুরু করেছি। প্রথম দিনে রাষ্ট্রপক্ষের দাখিল করা একটি ডকুমেন্টের বিষয়ে ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করছি।’

ডকুমেন্টে রাষ্ট্রপক্ষ উল্লেখ করেছেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল পাবনার কুচিয়ামোড়া ও ইশ্বরদীতে দুটি ঘটনায় মাওলানা সুবহান জড়িত ছিলেন। দুটি ঘটনার সময়ের ব্যাপারে বলা হয়েছে, একটি দুপুরের পরে আরেকটি ঘটনা আছরের আগে ঘটেছে।

আইনজীবী মিজানুল ইসলাম বলেন, ‘দুপুরের পরে আর আছরের আগে বললে তো প্রায় একই সময় বলা যায়। ২০ কিলোমিটার দুরুত্বের দুই জায়গায় প্রায় একই সময় একজন ব্যক্তির কিভাবে উপস্থিত থাকা সম্ভব প্রশ্ন আমাদের।’ এ বিষয়ে মঙ্গলবার আসামিপক্ষ ডকুমেন্ট দাখিল করবে বলেও জানান মিজানুল ইসলাম।

গত ৫ নভেম্বর প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে ৩০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।