বালু রাখা নিয়ে ঠিকাদারের অনুসারী-এলাকাবাসী সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১

চট্টগ্রামের সাতকানিয়ায় নদী থেকে তোলা বালু জমিতে রাখা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঠিকাদার ও তার অনুসারীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঠিকাদারের অনুসারীদের ছোড়া গুলিতে অন্তত সাতজন গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধরা হলেন, আবু তাহের (৩৮), মো. কাউছার (২৬), আব্দুল মালেক (৫০), মো. নুরুল হাসান (৫০), ফয়েজ আহমদ (৬২), রুহুল আমিন (৬০) ও মো. মানিক (২০)। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ‘বালু তোলা ও তা জমিতে রাখা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ও তার অনুসারীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঠিকাদারের অনুসারীদের ছোড়া গুলিতে কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘গুলিবিদ্ধ সাতজনকে হাসপাতালে এনেছেন এলাকাবাসী। তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

মিজানুর রহমান/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।