জাপান গেলেন বিএসএমএমইউ ভিসি


প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান জাপান গেলেন। রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ার লাইন্স-এর একটি বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন।
 
জাপানে অবস্থানকালে তিনি জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল পরিদর্শন করবেন। এছাড়া তিনি নন কমিউনিকেবল ডিজিসেস-এর বিষয়ে পারস্পরিক সহায়তার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর বিষয়েও আলোচনা করবেন। ২৬ ডিসেম্বর (শনিবার) তার দেশে ফেরার কথা রয়েছে।

এমইউ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।