করোনার নমুনা পরীক্ষা ৯৭ লাখ ছাড়িয়েছে
করোনাভাইরাস শনাক্তে দেশে নমুনা পরীক্ষার সংখ্যা ৯৭ লাখ ছাড়িয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮২১টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৫৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৭ লাখ ৪ হাজার ৭২২টি।
এর মধ্যে সরকারি ল্যাবরেটরিতে ৭১ লাখ ৫১হাজার ৪৭টি এবং বেসরকারি ল্যাবরেটরিতে ২৫ লাখ ৫৩ হাজার ৬৭৫টি নমুনা পরীক্ষা করা হয়।
বুধবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনা সংক্রমণ দেখা দেয়। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে দেশে করোনা শনাক্তে নমুনা পরীক্ষা শুরু হয়।
শুরুর দিকে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) একটি আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার কাজ করা হয়। পরে সরকারি-বেসরকারি পর্যায়ে সারাদেশে মোট ৮২১টি ল্যাবরেটরি স্থাপিত হয়। এর মধ্যে ১৪৬টি আরটিপিসিআর, ৫৬টি জিন এক্সপার্ট ও ৬১৯টিতে র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে।
এদিকে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা চার মাস পর সর্বনিম্ন। এর আগে গত ২৬ মে ১৭ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৪৮৭ জনে।
এই ১৭ জনের মধ্যে পুরুষ ১০ জন ও নারী সাতজন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৪ জন ও বেসরকারি হাসপাতালে তিনজনের মৃত্যু হয়।
এই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৭৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জনে দাঁড়ালো।
এমইউ/এমআরআর/জিকেএস