রাজধানীতে ২ কোটি টাকার চিপস ও সস জব্দ


প্রকাশিত: ০১:২২ পিএম, ২০ ডিসেম্বর ২০১৫

রাজধানীর আগারগাঁও থেকে প্রায় দুই কোটি টাকার মেয়াদউত্তীর্ণ ও অবৈধ খাদ্য সামগ্রী জব্দ করেছে র‌্যাব। এসময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ওইসব খাদ্য সামগ্রী সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে চার জনকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত পশ্চিম আগারগাঁওয়ের ২৪৬/১/বি-৮ নং বাড়ির ওমেগা এক্সিম লিমিটেডে এই অভিযান চালানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, প্রতিষ্ঠানটি অনুমোদনহীন এবং মেয়াদউত্তীর্ণ আপেল ও অরেঞ্জ জুস, কিংবেল টুনাফিস (থাইল্যান্ড), কিংবেল সুইট চিলি সস (থাইল্যান্ড), মাসরুম গার্ডেন ফ্রেস (চায়না), গ্রিনপিস কিংবেল (থাইল্যান্ড), ফ্রুট সিরাপ ককটেল (থাইল্যান্ড), লাইট মিট টুনা কিংবেল (থাইল্যান্ড), ফিস সস কিংবেল (থাইল্যান্ড), ওয়েস্টার সস কিংবেল (থাইল্যান্ড), ইয়ংক্রোন কিংবেল (থাইল্যান্ড), ক্রাঞ্চি চিপস্ এবং টমোটো ক্যাচআপ কিংবেল (থাইল্যান্ড) বিক্রি করতো।

অভিযানে প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজার রকিবুল হাসানকে ৬ লাখ টাকা, সহকারী ম্যানেজার কামরুল হাসান ও প্রধান ডিস্ট্রিবিউটর সাইফুল ইসলামকে ৮ লাখ ও লজিস্টিক অফিসার মো. জাহিদ আলমকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩/৩২(ঘ) (গ) ধারা অনুযায়ী তাদেরকে এসব জরিমানা করেন।

অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী এবং এএসপি মো. ইয়াছির আরাফাত। এতে আরোও উপস্থিত ছিলেন জাতীয় মান নিয়ন্ত্রক সংস্থার (বিএসটিআই) ফিল্ড অফিসার মো. শরীফ।

এআর/এসকেডি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।