নালায় তলিয়ে গেলো তরুণী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:২২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২১

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ মোড় এলাকায় নালায় তলিয়ে গেছে ২০ বছর বয়সী এক তরুণী। সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে আগ্রাবাদ মোড়ের মাজার গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি ও বিশেষ উদ্ধার টিম যৌথভাবে কাজ করছেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন।

তিনি বলেন, সোমবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে আগ্রাবাদ এলাকার একটি ড্রেনে এক তরুণী তলিয়ে যাওয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি, একটি ডুবুরি ও একটি বিশেষ উদ্ধার টিম ঘটনাস্থলে রওনা দেয়। বর্তমানে উদ্ধার অভিযান চলছে।

এর আগে গত ২৫ আগস্ট নগরের মুরাদপুর মোড় এলাকার একটি নালায় সালেহ আহমদ নামে এক ব্যক্তি তলিয়ে যায়। ফায়ার সার্ভিস বেশ কয়েকদিন অভিযান পরিচালনা করার পরও এখনও তার খোঁজ মেলেনি।

মিজানুর রহমান

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।